Site icon Jamuna Television

আর্সেনাল না পিএসজি: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিট পাবে কোন দল?

ম্যাচের মাত্র ৪ মিনিট! এমিরেটসে দর্শকরা ঠিক করে বসেননি হয়তো! এমন সময় উসমান দেম্বেলের গোলে লিড নেয় প্যারিস সেইন্ট জার্মান (পিএসজি)। ওই একমাত্র গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগ থেকে জয় নিয়ে ফিরছিলো পিএসজি।

পিএসজির কোচ লুইস এনরিকে বার্সেলোনাকে ট্রেবল জিতিয়েছিলেন। সময়টা ছিল ২০১৫। ঠিক ১০ বছর পর এনরিকের কাছে সুবর্ণ সুযোগ আবার ট্রেবল জেতার।

এদিকে, উসমান দেম্বেলে রয়েছেন দারুণ ছন্দে। যদি আজ নিজেদের মাঠে প্রথম লেগের মতো তিনি খেলতে পারেন, তাহলে অপ্রত্যাশিত দল হয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবে ফরাসি ক্লাবটি।

অন্যদিকে, রাইস ঝড়ে চ্যাম্পিয়ন্স লিগে থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বিদায় নেয়, সেটিও ছিল অনেকটা অপ্রত্যাশিত। আর্সেনালের ‘এস অফ স্পেস’ রাইস যদি আজ জ্বলে উঠতে পারেন, তাহলে ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবে গানার্সরা। সব মিলিয়ে দারুণ এক সেমিফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল ফ্যানরা।

/এআই

Exit mobile version