Site icon Jamuna Television

ঈদ সামনে রেখে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

ঈদুল আযহায় দেশের বিভিন্ন মার্কেটে ছড়িয়ে দেয়ার উদ্দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। বুধবার (৭ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া সীমান্তের মালাই গাঁও থেকে এই চালান জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ৩৩০ পিস অবৈধ ভারতীয় শাড়ির বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৩৫ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদ সামনে রেখে চোরাচালান তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএইচ 

Exit mobile version