Site icon Jamuna Television

চট্টগ্রামে র‍্যাব কার্যালয় থেকে এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ কার্যালয় থেকে র‍্যাবের এক এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ওই কর্মকর্তার নাম পলাশ সাহা।

র‍্যাব কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পের স্কোয়াড কমান্ডার পলাশ সাহা নিজ অফিস কক্ষে ‘আত্মহত্যা’ করেছেন।

র‍্যাব কর্মকর্তাদের দাবি, বুধবার সকালে অফিস করার জন্য র‍্যাব-এর কার্যালয়ে হাজির হন পলাশ। এরপর অপারেশনের উদ্দেশে বাইরে হওয়ার জন্য তিনি অস্ত্রাগার থেকে আনুমানিক ১১টা ৩০ মিনিটে অস্ত্র উত্তোলন করেন এবং পরবর্তীতে নিজ অফিসে বসে ‘অজ্ঞাত কারণবশত’ উত্তলিত অস্ত্র দিয়ে নিজ মাথায় গুলি করেন।

এরপর তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করলে চিকিৎসক পলাশ সাহাকে মৃত ঘোষণা করে।

/এটিএম

Exit mobile version