Site icon Jamuna Television

ভারতের হামলায় জেইএম প্রধান মাসুদ আজহারের ১০ স্বজন নিহতের দাবি

ছবি: এনডিটিভি

পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের ৯টি স্থানে ভারতের হামলায় নিহত হয়েছেন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রধান মাসুদ আজহারের ১০ আত্মীয়। প্রাণ হারিয়েছেন তার ৪ জন ঘনিষ্ঠ সহযোগীও। ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযানে ধ্বংস করা হয় একাধিক জঙ্গি ঘাঁটি। এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি হিন্দুস্তান টাইমস

গণমাধ্যম দুটি জানিয়েছে, জেইএম প্রধান মাসুদ আজহার এক বিবৃতিও দিয়েছেন এরপর। তিনি জানিয়েছেন, পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত সংগঠনটির সদর দফতর ‘মারকাজ সুবহান আল্লাহ’-তে চালানো ভারতীয় হামলায় নিহত হয়েছেন তার বড় বোন ও বোনজামাই, ভাগ্নে ও তার স্ত্রী এবং এক ভাতিজি। এছাড়া তার চারজন ঘনিষ্ঠ সহযোগীও হামলায় প্রাণ হারান।

খবরে আরও বলা হয়, ৫৬ বছর বয়সী মাসুদ আজহার মোস্টওয়ান্টেড জঙ্গি। যার বিরুদ্ধে ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলা, ২০০৮ এ মুম্বাই হামলা, ২০১৬ তে পাঠানকোট হামলা এবং সবশেষ ২০১৯ এ পুলওয়ামা হামলায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এনডিটিভি’র ভাষ্য, মাসুদ আজহার প্রতিবেশি দেশে অবস্থান করছিলেন, এটা অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে এসেছিল।

/এমএমএইচ

Exit mobile version