Site icon Jamuna Television

ছদ্মবেশে থাকতেন, অবশেষে গ্রেফতার ৩৩ মামলার আসামি

যশোর প্রতিনিধি:

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৩ মামলার আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলামকে (৫২) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে হত্যা ও অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অভিযোগ। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত আজ বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় যশোর সরকারি এম এম কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

আটক কাজী তারেক ওরফে তরিকুল শংকরপুর পশু হাসপাতাল এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে।

পুলিশের তথ্যমতে, তারেক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিহ্নিত হেরোইন কারবারি। তার বিরুদ্ধে ১৯টি মাদক মামলা, ৬টি চোরাচালান, ২টি বিস্ফোরক, ১টি খুন, ১টি অস্ত্র এবং ৪টি অন্যান্য মামলাসহ মোট ৩৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে আদালতের ১৫টি গ্রেফতারি পরোয়ানা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে কাজী তারেক দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। দেড় মাস ধরে পুলিশ তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। সর্বশেষ সরকারি এম এম কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারিতে ‘ভাইপো রাকিব’কে গুলি করে হত্যাচেষ্টার মামলারও আসামি কাজী তারেক। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

/এএম

Exit mobile version