Site icon Jamuna Television

ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্তের জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ

ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যে দেশে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এবং কোনও অপরাধী বা জঙ্গি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকার সকল পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এদিকে, ভারত ও পাকিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি উভয় দেশকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ‘সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংসের লক্ষ্যে ‘অপারেশন সিন্ধুর’ নামে পরিচালিত ক্ষেপনাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

অপরদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, তার দেশ পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে।

/এমএন

Exit mobile version