Site icon Jamuna Television

ইসরায়েলের হামলায় লন্ডভন্ড সানা বিমানবন্দর, নিহত ৩

ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। হুতি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার সতর্কবার্তা দিয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে হামলা চালায় তেল আবিব। বিমান হামলায় আগুন ধরে যায় স্থাপনাটিতে। রানওয়েতে পড়ে থাকতে দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ। বিমান বন্দরে হামলার সাথে সাথে সানার তিনটি জ্বালানি স্থাপনা ও তিনটি সেনাঘাঁটিতেও বিমান হামলা চালায় ইসরায়েল।

গত রোববার (৪ মে) ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের হামলার জবাবে ইয়েমেনে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

/এএম

Exit mobile version