Site icon Jamuna Television

তোপের মুখে পোস্ট সরিয়ে নিলেন নচিকেতা

পাক-ভারতের উত্তেজনা সীমান্ত পেরিয়ে রূপ নিয়েছে হামলায়। আর এই হামলার উত্তাপের আঁচ গিয়ে পড়েছে বিনোদন পাড়ায়। বলিউড থেকে শুরু করে দক্ষিণী ও টালিগঞ্জের নানা শিল্পী ও কলা কৌশলী জানাচ্ছেন তাদের অভিমত। এই সূত্রে পশ্চিমবঙ্গের নন্দিত সঙ্গীত তারকা নচিকেতাও এক স্ট্যাটাসে নিজের মতামত তুলে ধরেছিলেন। কিন্তু নেটিজেনদের তোপের মুখে তা সরাতে বাধ্য হলেন তিনি।

আজ বুধবার (৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে নচিকেতা লেখেন, আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত একটাই কারণে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আমি-আপনি ক্ষতিগ্রস্ত হব।

ব্যাস, এরপরই বেশ কিছু নেটিজেন সেখানে একেরপর এক মন্তব্য করতে থাকেন। একজন লেখেন, এসব নচিকেতাদের জন্য আজ পশ্চিমবঙ্গের এই অবস্থা। আরেকজন বলেন, মানুষটাকে একসময় শিল্পী ও মানুষ হিসেবে শ্রদ্ধা করতাম, এখন মানুষ হিসেবে ঘৃণা করি।

আরও একজন লেখেন, যখন সাধারণ মানুষকে গুলি করে মারা হলো, তখন কোথায় ছিলেন? এরকম হাজারো মন্তব্যে ঘর ভরে যায়। তারপর এক পর্যায়ে এই সঙ্গীত শিল্পী তার স্ট্যাটাস সরিয়ে ফেলেন।

তাছাড়া যুদ্ধের শঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নচিকেতা আনন্দবাজার পত্রিকাকে বলেন, সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব কয়টি যুদ্ধের নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ নাকি ‘স্পন্সর’ করা! আমি প্রমাণ করে দেব।

/এটিএম

Exit mobile version