Site icon Jamuna Television

প্রধান উপদেষ্টা সঙ্গে আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশের নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান তিনি।

বুধবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী শেখ নাহায়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ভিসার দরজা খুলে দেয়ার জন্য কাতারকে ধন্যবাদ। এখনও কিছু পদক্ষেপ বাকি রয়েছে। একসঙ্গে কাজ করে তা সমাধান করতে পারব বলে আশা করছি।

দেশটির সাবেক মন্ত্রী শেখ নাহায়ান বলেন, সংহতি প্রকাশ এবং বন্ধুত্বের বার্তা পৌঁছে দিতে প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশে এসেছি। সাম্প্রতিক সময়ে দুই দেশের সরকার ঘনিষ্ঠ সংলাপ চালিয়ে যাচ্ছে। আমরা সেটিকে মূল্যায়ন করি। ভিসা থেকে বিনিয়োগ সব ক্ষেত্রেই বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই।

এর আগে, বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায়। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটিতে আরও ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েঘ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহমান আল হাওয়ি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আমিরাতের প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। বাণিজ্যিক প্রতিনিধিদলগুলোর জন্য ব্যাপক হারে ভিসা দ্রুত ইস্যু করা হচ্ছে। তাছাড়া, মানবসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেমও আবার চালু হয়েছে।

/আরএইচ

Exit mobile version