Site icon Jamuna Television

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুর দেড়টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার থেকে ১২ জনের একটি গ্রুপ কক্সবাজার ভ্রমণে আসেন। একপর্যায়ে তারা সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামলে একজন মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যায়। পরে বীচ কর্মী এবং লাইফ গার্ডের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/আরএইচ

Exit mobile version