Site icon Jamuna Television

সেনাদের দ্রুত সাহায্যে সীমান্তে নতুন সড়ক উদ্বোধন করলো ভারত

‘অপারেশন সিন্দুর’ অভিযানের পরই চীন সীমান্তে সেনাদের লজিস্টিক সাপোর্ট দিতে নতুন সড়ক উদ্বোধন করলো ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন, (বিআরও)। পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ি থেকে নাগড়াকাটা থানা এলাকার খুনিয়া মোড় থেকে মিজোরামের কুমনাই হয়ে অরুণাচল প্রদেশের ডোকলাম পর্যন্ত এই সড়কের উদ্বোধন করা হয়।

ভার্চুয়ালি সড়কটি উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্যা, নাগড়াকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরাসহ মেটেলি থানা এলাকার পঞ্চায়েত সদস্যা অ্যানি চিক বিরাইক।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মিজোরাম, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীসহ সেনা এবং বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মকর্তারা। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই দীর্ঘ রাস্তার সাহায্যে খুব সহজেই ভারতের সীমান্তে বিএসএফের এবং সেনাবাহিনীর জওয়ানদের দ্রুত লজিস্টিক সাপোর্ট দিতে পারবে ভারত।

/এটিএম

Exit mobile version