Site icon Jamuna Television

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদী সদর উপজেলায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মোস্তফা মিয়া নামে একজন নিহত হয়েছেন।

আজ বুধবার (৭ মে) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত মোস্তফা মিয়ার ছেলে ও মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন ও রুবেলদের একটি ছাগল প্রতিবেশী মোস্তফাদের জমির ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার মোস্তফার সঙ্গে আলাউদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মোস্তফা মিয়া গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল ও আলাউদ্দিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/আরএইচ

Exit mobile version