Site icon Jamuna Television

নাম-পদবী বহাল, শুধু ছাত্রলীগের স্থানে ছাত্রদল

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

নাম সাকিব আল হাসান রাফি। ছিলেন ছাত্রলীগ কলেজ শাখার প্রচার সম্পাদক। ওই একই কলেজে একই পদে এবার আছেন ছাত্রদলের কমিটিতে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে এই চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ই মে রাতে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ১০ সদস্যের ওই কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি ও আসিবুল হককে সাধারণ সম্পাদক করা হয়। এরপর নয় নম্বরে প্রচার সম্পাদক হিসাবে সাকিব আল হাসান রাফির নাম রয়েছে। যিনি ওই কলেজেরই ছাত্রলীগ শাখা কমিটির প্রচার সম্পাদক ছিলেন। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

অভিযোগ রয়েছে, কমিটির সভাপতি মো. রবিউল ইসলামও ওই কলেজের ছাত্রলীগের সক্রিয়কর্মী ছিলেন এবং তার ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে রয়েছে।

কলেজ শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক রাফসান আহম্মেদ রাকিব ফেসবুকে লেখেন, মজার ব্যাপার হলো একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে শুধু নামটা বদলেছে।

বুধবার শেষ বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত ছাত্রদল কমিটির সিনিয়র সহ-সভাপতি রাইসুল ইসলাম রুপু অভিযোগ করে বলেন- কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, একটি পক্ষ এই কমিটি নিয়ে চক্রান্ত করছে।

এ সময় কলেজ ও মহিপুর থানা ছাত্রদলের সাবেক-বর্তমান নেতারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের অভিযোগ, আদর্শচ্যুত ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তারা এই কমিটি বাতিল করে ত্যাগী ও আদর্শবান নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির সভাপতি রবিউল ইসলাম উপস্থিত থেকে বলেন, যে ছবিটি ফেইসবুকে ভেসে বেড়াচ্ছে সেই ছবিটি আমাকে দিয়ে জোর করে তোলা হয়েছে, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করে আসছি, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত।

জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ বলেন, আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। কেউ কেউ বলছে এই রাফি সেই রাফি না। তবে পুরো বিষয়টি আমরা খোঁজ খবর নিচ্ছি। যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

/এটিএম

Exit mobile version