সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি :
কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে পাল্টা আক্রমণ চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) ভোররাতে পাকিস্তানে হামলা চালায় দেশটি। ভারতের পক্ষ থেকে এটির নাম দেয়া হয়— ‘অপারেশন সিন্দুর’। এই ঘটনাকে ‘সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। ‘সাফল্য উদযাপনে’ রাজ্যে দলীয় পর্যায়ে আরও কর্মসূচি গ্রহণের তাগিদও দিয়েছেন তিনি।
বুধবার, কলকাতার রাস্তায় বিজেপির নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, নরেন্দ্র মোদি কথা দিয়েছিলেন, আর তিনি কথা রেখেছেন। ভারতীয় হিসেবে আমরা আনন্দিত ও গর্বিত। পেহেলগাম হামলার যোগ্য জবাব এদিন দেয়া হয়েছে। সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত। ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা করা উচিত।
পরদিন বৃহস্পতিবারও একাধিক কর্মসূচির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এ হাজারের-ও বেশি স্থানে পূজা অর্চনা ও উলুধ্বনি আয়োজন করবে দলটি।
এছাড়া, রাজ্যের সর্বত্র স্থানীয় স্তরে বিজেপির নেতা-কর্মীরা দেশাত্মবোধক নানা কর্মসূচি পালন করবেন বলেও জানান শুভেন্দু।
/এমএইচআর
Leave a reply