Site icon Jamuna Television

নির্বাচনের আগে, সেনাবাহিনী নামবে কিনা তা নিয়ে সংশয়: রিজভী

নির্বাচনের আগে, আদৌ সেনাবাহিনী নামবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ এবং ইসির নির্দেশে এখনও রাতের আঁধারে দল ও জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এতে করে প্রচারণা চালাতে পারছেন না প্রার্থীরা। যারা বের হচ্ছেন তাদের ওপর প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটছে। এই অবস্থায় শিগগিরই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান রিজভী আহমেদ।

পাশাপাশি, ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে তিনি বলেন- ইসি সরকারের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে।

Exit mobile version