Site icon Jamuna Television

ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১

ভারতের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

বুধবার (৭ মে) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান। খবর, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, ভারতীয় ক্ষেপণাস্ত্র ও গোলায় পাকিস্তানে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ২৬ জন ক্ষেপণাস্ত্রে, আর পাঁচজন গোলার আঘাতে নিহত হন।

এছাড়া, ভারতীয় হামলায় ৫৭ পাকিস্তানি আহত হয়েছেন বলেও জানিয়েছেন এই সেনা কর্মকর্তা।

তিনি আরও বলেন, হতাহতের সংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ হলো নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে ভারতের অব্যাহত গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন। আত্মরক্ষার্থে পাকিস্তানি বাহিনী কেবলমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আমরা ভারতের মতো নিরীহ মানুষকে লক্ষ্য করিনি। আমরা যুদ্ধনীতির প্রতি সম্মান রেখেই প্রতিক্রিয়া জানিয়েছি।

বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের অভ্যন্তরে বেশকিছু লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাব দিয়ে ভারতের কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।

প্রসঙ্গত, পাল্টাপাল্টি হামলার পর ভারত ও পাকিস্তানের সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে যারা বাস করেন তারা অনেকেই বাড়ি ছেড়ে সরে যাচ্ছেন।

/এমএইচআর

Exit mobile version