Site icon Jamuna Television

হামজা-শমিত জুটিতে ফুটবলে নব জোয়ার, প্রস্তুত হচ্ছে জাতীয় স্টেডিয়াম

জাতীয় স্টেডিয়ামে হামজা-শমিতের জুটিতে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় বাংলাদেশ। আগামী মাসের ১০ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ফুটবল ফিরছে সংস্কারের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা জাতীয় স্টেডিয়ামে।

ওই ম্যাচের অভিষেক হয়ে যেতে পারে কানাডিয়ান প্রবাসী শমিত সোমের। তাই ঘরের মাঠে হামজা-শমিতদের খেলা দেখতে মুখিয়ে সমর্থকরা। ফুটবলের নতুন এই জোয়ারের স্বাক্ষী হতে উন্মুখ হয়ে আছেন তারা।

এদিকে, চলতি মাসের ২২ তারিখের মধ্যে জাতীয় স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দিতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে। হামজা-শমিতকে বরণ করে নিতে মাঠে এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

এরইমধ্যে ক্যানোপিতে বসে গেছে এলএইডি লাইট। তাই পর্যাপ্ত আলো নিয়ে দুঃশ্চিন্তা কেটেছে বাফুফের। এছাড়া ভুল জায়গায় বসানো ৪০৮টি চেয়ার মশাল গেটের দু’পাশের গ্যালারিতে বসানোর কাজ এরইমধ্যে শুরু হয়েছে।

ঘাস নিয়ে অনেক প্রশ্ন তৈরি হলেও সৌন্দর্য বর্ধনের জন্যও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরো মাঠে দড়ি দিয়ে ছক কেটে মাঠের ডিজাইন তৈরি করা হচ্ছে ইউরোপের আদলে।

ম্যারাথন সংস্কারের কারণে দীর্ঘদিন এই মাঠে খেলা উপভোগ থেকে বঞ্চিত ছিলেন দর্শকরা। ১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচের মধ্য দিয়ে অপেক্ষার সেই পালা শেষ হবে।

হামজা-শমিতদের লাল-সবুজের দলে অন্তর্ভুক্তিতে ফুটবলের নতুন জোয়ার এসেছে বাংলাদেশে। ঐতিহাসিক সেই মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে উন্মুখ হয়ে আছেন সমর্থকরা। তাই প্রস্তুত হচ্ছে মাঠ; প্রস্তুতি নিয়ে রাখছেন লাল-সবুজের দর্শকরাও।

/এমএইচ

Exit mobile version