Site icon Jamuna Television

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ মে) রাত ৯টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে তাকে আটক করে ছাত্র-জনতা। পরে নিউমার্কেট থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা তাকে দেখতে পেয়ে আটক করে। মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা ও চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মিজানের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

এছাড়া মধ্যরাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বিরুদ্ধেও ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে।

/এমএইচ

Exit mobile version