Site icon Jamuna Television

উত্তরায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেলো স্ত্রীর শরীর

প্রতীকী ছবি।

রাজধানীর উত্তরায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে রিজিয়া বেগম নামে এক নারীর শরীরের ৭০ শতাংশ।বুধবার (৭ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

রিজিয়া বেগম জানান, সন্ধার পর ঘরের কাজ করছিলেন তিনি। এসময় স্বামী আবু সাইদ তার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না দেয়ায় রিজিয়া বেগমকে প্রথমে মারধর ও পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী আবু সাঈদ।

রিজিয়া খাতুন জানান, প্লাস্টিকের বোতল কুড়িয়ে সামান্য পরিমাণ টাকা আয় করতেন তিনি। তবে তার স্বামী নিয়মিত রিকশা না চালিয়ে টাকার জন্য প্রায়ই তাকে মারধর করতেন।

এ বিষয়ে তুরাগ থানা পুলিশ জানায়, আগুন ধরিয়ে দেয়ার পর আবু সাঈদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে আটক করা হয়।

এদিন রাত ১২ টার দিকে রিজিয়া বেগমকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন।

/এমএইচ

Exit mobile version