‘মানবতার পাশে একসাথে’ এই প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস।
বৃহস্পতিবার (৮ মে) সকালে দিবসটি উপলক্ষ্যে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে অংশ নেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। ব্যানার, ফেস্টুন ও মানবিক বার্তাসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেন।
র্যালিটি মগবাজার থেকে শুরু হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করতে চায় সংগঠনটি।
১৮২৮ সালের ৮ মে রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জন্মদিনকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হয় রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস।
/এমএইচ
Leave a reply