মানবতার সেবায় নিবেদিত নাম রেড ক্রস ও রেড ক্রিসেন্ট

|

আজ ৮ মে, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বিশ্বজুড়ে মানবতার অনন্য প্রতীক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনকে কেন্দ্র করে প্রতিবছর এইদিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়।

১৮২৮ সালের এই দিনে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, মানবতার মহান সৈনিক জীন হেনরী ডুনান্ট। তার আদর্শ ও মানবসেবার অঙ্গীকারকে স্মরণ করে দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বের ১৯১টি দেশে, যার মধ্যে বাংলাদেশও একটি।

এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘মানবতার পাশে, একসাথে’। যা বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা ও মানবসেবার আদর্শ ছড়িয়ে দেয়ার আহ্বান জানায়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনটি উপলক্ষ্যে বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৬৮টি ইউনিট দিবসটি উদযাপন করেছে। আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, হাসপাতালের রোগীদের উন্নতমানের খাবার প্রদান, সচেতনতামূলক র‍্যালি ও মানবিক সহায়তা কার্যক্রমের মধ্য দিয়ে তুলে ধরা হয় সংগঠনের কার্যক্রম ও অঙ্গীকার।

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সাতটি মূলনীতি হচ্ছে মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা ও সর্বজনীনতা। আজও বিশ্বজুড়ে লাখও স্বেচ্ছাসেবক ও কর্মী এই মূলনীতিতে চলছে। যুদ্ধ, দুর্যোগ কিংবা যেকোনও সংকটকালে এ নীতিগুলোর ভিত্তিতে কাজ করে যাচ্ছেন তারা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা দুর্যোগে সাড়াদান, দুর্যোগ প্রস্তুতি, স্বাস্থ্যসেবা, দুর্যোগে ত্রাণ সহায়তা, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক সংকট মোকাবেলা, যুব কার্যক্রমসহ নানা খাতে নিরলসভাবে কাজ করে আসছে। বিশেষ করে বন্যা, সাইক্লোনের মত প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো ও নিরাপদ রক্তদান নিশ্চিতকরণ করতে তাদের কার্যক্রম উল্লেখযোগ্য।

বিভিন্ন দুর্যোগে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করছে। তাদের মানবিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে যে কেউ। অনুদান দিতে চাইলে বিস্তারিত জানা যাবে https://bdrcs.org/donation এই ঠিকানায়।

এছাড়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যেকোনো সেবা সম্পর্কে জানতে কিংবা মতামত, অভিযোগ জানাতে কল করা যাবে ১৬২২৬ নম্বরে (টোল ফ্রি)।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply