সিনিয়র করেসপনডেন্ট:
নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় সাকিল আহম্মেদ নামে এক সাংবাদিক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার বনকুড়ি বাজারে এই ঘটনা ঘটে।
আহত সাকিল দৈনিক বাংলাদেশ সমাচারের সিংড়া প্রতিনিধি।
আহত সাকিল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বনকুড়িতে নিজ বাড়ি থেকে বাজারে এলে পূর্ব শক্রতার জের ধরে স্থানীয় কয়েকজন ধারালো অস্ত্রসহ রড দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় আহত সাংবাদিক সাকিল থানায় ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এএম
Leave a reply