Site icon Jamuna Television

আনাচে-কানাচে থাকা শিল্পগুলো বাঁচিয়ে রাখার আহ্বান শিল্প উপদেষ্টার

বাংলাদেশের আনাচে-কানাচে যে শিল্পগুলো আছে সেগুলো বাঁচিয়ে রাখতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে রাজধানীর মিরপুর বেনারসি ক্লাস্টারে ১০ দিনব্যাপী পণ্য বৈচিত্র্যকরণ প্রশিক্ষণের সমাপনী, পণ্য প্রদর্শনী ও ক্লাস্টার পরিদর্শন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিল্প বিকাশে যে বাধা রয়েছে, সেগুলো নিরসনে কাজ করবে সরকার। মিরপুরের বেনারসি ক্লাস্টারের আধুনিকায়ন ও পণ্যের বহুমুখীকরণে সহায়তা করছে এসএমই ফাউন্ডেশন। আয়োজনে বেনারসি তাঁতপণ্য রক্ষায় সহায়তা বৃদ্ধি ও আলাদা পল্লীর দাবি তুলেন উদ্যোক্তারা।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান বলেন, মিরপুর বেনারসি পল্লীর শাড়িকে দেশব্যাপী এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন এসএমই মেলা, হস্তশিল্প প্রদর্শনী, হেরিটেজ ফেস্টিভ্যাল এবং অনলাইন মার্কেটপ্লেসে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বেনারসি শাড়ির মান বজায় রেখে সুন্দর ব্র্যান্ডিং ও আকর্ষণীয় প্যাকেজিংয়ের মাধ্যমে এর বাজারমূল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version