Site icon Jamuna Television

চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে: বিলওয়াল ভুট্টো

শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, যদি তাদের (ভারত) বিন্দু পরিমাণ সাহস থাকতো, তবে দিনের বেলা হামলা করতো।

বুধবার (৭ মে) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। বিলওয়াল বলেন, ভারত অহংকারে অন্ধ ও বর্বর হয়ে গেছে। তবে আমাদের সাহসী জনগণ তাদের দেখিয়ে দেবে।

ভুট্টো বলেন, আমরা কখনও যুদ্ধকে প্রশ্রয় দেইনি আর দেবও না। তবে ভারতের উচিত নিজেকে তৈরি রাখা, কারণ আমরা এখনও জবাব দেইনি। আমরা জবাব মিথ্যার ওপর ভিত্তি করে রাতে দেব না। বরং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ অনুযায়ী দেব।

এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় পরিষদে তার ভাষণে পূর্ণ ঐক্যের আহ্বান জানান এবং বিরোধী দল পিটিআইসহ রাজনৈতিক নেতাদের সাথে দেখা করার প্রস্তাব দেন।

তিনি বলেন, ঐক্য এবং পরামর্শের মাধ্যমেই পাকিস্তানের মহান বিজয় এবং শত্রুর অশুভ পরিকল্পনা ব্যর্থ করা সম্ভব হয়েছে।

/এটিএম

Exit mobile version