Site icon Jamuna Television

জেরুজালেমে ফিলিস্তিনিদের ৬টি জাতিসংঘের স্কুল বন্ধ করছে ইসরায়েল

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শিশুদের জন্য পরিচালিত জাতিসংঘের ৬টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার (৯ মে) থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

ইসরায়েলি শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই স্কুলগুলো ‘অনুপযুক্ত পরিবেশে পরিচালিত’ এবং ‘ইসরায়েলি শিক্ষা নীতিমালা লঙ্ঘন’ করে বলে অভিযোগ রয়েছে। তবে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) এই সিদ্ধান্তকে ‘শিক্ষার অধিকার লঙ্ঘন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র সামিহা শাম্মুত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, ‘এই স্কুলগুলোতে প্রায় ৩ হাজার ফিলিস্তিনি শিশু পড়াশোনা করতো। তাদের শিক্ষাজীবন এখন অনিশ্চয়তার মুখে।’

তিনি আরও যোগ করেন, ‘এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত; যা পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি পরিবারগুলোর মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করছে।’

এদিকে, ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রী মারওয়ান আওয়ারতানি এই সিদ্ধান্তকে ‘শিক্ষার ওপর যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে।’

তবে, ইউএনআরডব্লিউএ জানিয়েছে তারা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা খুঁজতে স্থানীয় ফিলিস্তিনি সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চলছে।

/এআই

Exit mobile version