সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই পিকআপ ভ্যানের চালক ও আরোহী। এদের মধ্যে নাজমুল ইসলাম নামের একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, বৃহস্পতিবার বিকেলে মুরগিবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় দুইজন। পরে আহতদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আহতকে অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/আরএইচ
Leave a reply