Site icon Jamuna Television

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার জামিন

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সকালে বকশিবাজারে অস্থায়ী আদালতের বিচারক মো. আকতারুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল সোয়া ১১টার দিকে বিশেষ আদালতে পৌঁছান খালেদা জিয়া। পরে দুর্নীতির দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। গত ১২ অক্টোবর এই দুই মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। ওই দিন খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পক্ষে সময়ের আবেদন করা হলে তা নামঞ্জুর হয়। একই সঙ্গে খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানি শেষ করে আজ আসামিদের যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন আদালত। গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version