Site icon Jamuna Television

পাক-ভারত উত্তেজনায় ধরমশালা থেকে সরানো হল আইপিএলের ম্যাচ

আগামী রোববার (১১ মে) হিমাচল প্রদেশের ধরমশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনায় ম্যাচের স্থান পরিবর্তন করা হয়েছে।

ওই ম্যাচটির স্থান পরিবর্তিত হয়ে পশ্চিমাঞ্চলীয় গুজরাত রাজ্যের আহমেদাবাদে স্থানান্তরিত হয়েছে। ভারতের গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটির স্থান বদল করা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের প্রেক্ষিতে ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ধরমশালার বিমানবন্দরও।

তবে ধরমশালা স্টেডিয়ামে বুধবারের নির্ধারিত ম্যাচটি খেলা হবে। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস্- এর মধ্যে এই ম্যাচটির যে স্থান পরিবর্তন করা হচ্ছে না, তা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। দুই দলই প্র্যাকটিসের জন্য কয়েকদিন আগেই ধরমশালায় পৌঁছিয়ে গেছে।

/এআই

Exit mobile version