পাকিস্তানের ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ দাবি করেছেন যে ভারত গতকাল বুধবার (৭ মে) রাত থেকে আজ বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় দুপুর পর্যন্ত ইসরায়েল তৈরি ‘হারোপ ড্রোন’ নিক্ষেপ করেছে, যার মধ্যে ২৫টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তান।
হারোপ ড্রোনগুলো ইসরায়েলের সরকারি প্রতিরক্ষা কোম্পানি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) দ্বারা নির্মিত। এগুলো স্বয়ংক্রিয়ভাবে শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা শনাক্ত করে আঘাত করতে পারে। ড্রোনগুলো সর্বোচ্চ পাল্লা ১,০০০ কিমি (প্রায়)।এছাড়াও লয়টারিং মিউনিশন (৬-৯ ঘন্টা পর্যন্ত টার্গেটের ওপর চক্রাকারে ঘুরতে পারে) সিস্টেম রয়েছে ড্রোনগুলোতে।
এছাড়াও হারোপ ড্রোনগুলোর ওয়ারহেড ২৩ কেজি উচ্চ-বিস্ফোরক। যার গতি ঘণ্টায় ৪৬০ কিলোমিটার। হারোপ প্রি-প্রোগ্রামড টার্গেট বা রিয়েল-টাইম অপারেটর কন্ট্রোলে আঘাত করতে পারে। অন্যদিকে, শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার, যোগাযোগ কেন্দ্র বিশেষভাবে নিশানা করতে সক্ষম হারপ। এগুলো একবার লঞ্চ করলে স্বয়ংক্রিয়ভাবে টার্গেট ধ্বংস করে।
রক্ষণশীল বিশেষজ্ঞরা মনে করেন, হারোপ ড্রোন পাকিস্তানের জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করে কারণ:
- এটি নিম্ন উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দিতে পারে
- টার্গেট পরিবর্তনের ক্ষমতা সম্পন্ন
- প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম এড়াতে সক্ষম
তবে, পাকিস্তান দাবি করেছে তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে এই ড্রোন নিষ্ক্রিয় করতে সম্পূর্ণভাবে সক্ষম।
/এআই
Leave a reply