Site icon Jamuna Television

ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট তৈরির প্রাক্কালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বৃহত্তর সংগঠন দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট বাংলাদেশ এর আয়োজনে সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইটিইটি বাংলাদেশের আহবায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশও নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের টেক্সটাইল ও রফতানিমুখী পোশাক শিল্পের ওপর। তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাজীবী সংগঠন হিসেবে ভবিষ্যৎ করণীয় ও সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন বলে জানান তারা।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে ১৪টি প্রস্তাব তুলে ধরা হয়।

/এএস

Exit mobile version