পাঠানকোট-জয়সলমের-শ্রীনগরে হামলার অভিযোগ ভিত্তিহীন: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

|

পাঠানকোট, জয়সলমের ও শ্রীনগরে গতরাতের হামলার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের দাবিকে ‘ভিত্তিহীন, রাজনৈতিকভাবে প্রণোদিত ও পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অভিযুক্ত পক্ষের একটি অবিবেচক প্রচারণা’ বলে আখ্যায়িত করেছে। শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের দাবিগুলো কোনো বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে। এটি একটি ইচ্ছাকৃত কৌশল, যার মাধ্যমে অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি ও আগ্রাসনের অজুহাত তৈরি করা হচ্ছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে উত্তেজনা বাড়ানো হলে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য, ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ১৫টি ভারতীয় শহরে লক্ষ্য করে ব্যর্থ হামলার চেষ্টার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান জম্মু-কাশ্মিরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও সামরিক ঘাঁটিতে ব্যাপক গোলাবর্ষণ চলেছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply