Site icon Jamuna Television

কনফারেন্স লিগের ফাইনালে চেলসি

ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জুরগার্ডেনকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। প্রথম লেগে ৪-১ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-১ এর ব্যবধানে ফাইনালে উঠলো এনজো মারেস্কার শিষ্যরা।

স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামে চেলসি। ম্যাচের ৩৮ মিনিটে কিয়েরনান ডিউসবুরি হলের গোলে লিড নেয় তারা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

এরপর ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর গোলের দেখা পায়নি দুদলের কেউই। সহজ জয়ে ফেভারিট হিসেবেই ফাইনাল নিশ্চিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে পঞ্চম স্থানে থাকা দলটি।

এদিকে, আরেক সেমিতে ফিওরেন্তিনাকে হারিয়ে ফাইনালে স্প্যানিশ দল রিয়াল বেতিস। ২৮ মে পোল্যান্ডের রকলোতে ফাইনালে বেতিসের বিপক্ষে লড়বে চেলসি।

/এএম

Exit mobile version