Site icon Jamuna Television

হামলা চালানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

ভারত দাবি করেছে, তাদের জম্মু-কাশ্মির ও পাঞ্জাবে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। যদিও এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (৮ মে) ভারতীয় সেনাবাহিনী দাবি করে, জম্মুর আখনুর, সামবা, কাঠুয়াসহ আরও কয়েক জায়গা, উদমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েকটি সামরিক স্থাপনা টার্গেট করে ছুড়েছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন। হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ভারতে হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহর দাবি, এ পর্যন্ত কেবল ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিয়েছে তার দেশ। এক পাকিস্তানি পাইলট আটক হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে এ খবর সত্য নয় বলে দাবি করেছে ইসলামাবাদ।

এর আগে, ভারতের বিরুদ্ধে ২৯টি ড্রোন ছোড়ার অভিযোগ করেছে পাকিস্তান। এতে নিহত হয়েছে ২ জন। ২৫টি ড্রোন ভূপাতিতের দাবিও করেছে তারা।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ‘অপারেশন সিন্দুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।

পাল্টাপাল্টি হামলায় এখনও উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। বিরোধপূর্ণ কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনাও ঘটে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করছে দুই দেশ।

/এএম

Exit mobile version