Site icon Jamuna Television

৮ হাজার এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ ভারত সরকারের

ভারত সরকারের নির্দেশে দেশটির অভ্যন্তরে বন্ধ করে দেয়া হয়েছে আট হাজারের বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট।

আজ শুক্রবার (৯ মে) এক্সের গ্লোবাল গভর্মেন্ট অ্যাফেয়ার্স টিম এই অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি জানিয়েছে। খবর এনডিটিভির।

এলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি নির্দেশনা মানলেও এটিকে আখ্যা দিয়েছে বাকস্বাধীনতার লঙ্ঘন হিসেবে। নির্দেশ অমান্য করলে বড় অঙ্কের জরিমানা ছাড়াও দেশীয় কর্মীদের কারাদণ্ডের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে এক্স।

বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী ব্যবহারকারী। ভারতের নাগরিকরা এই প্রোফাইলগুলো আর দেখতে পাবেন না, যদিও সেগুলো সচল থাকবে বিশ্বের অন্যান্য দেশে।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ‘অপারেশন সিন্দুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এমন সংঘাতময় পরিস্থিতিতে বিভিন্ন এক্স অ্যাকাউন্টের মাধ্যমে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলে তা বন্ধের নির্দেশ দেয়া হলো।

/এএম

Exit mobile version