Site icon Jamuna Television

শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত ফারিয়া হক টিনাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে, রাজধানীর নদ্দার পাশে জগন্নাথপুর এলাকার টিনার বাসা থেকে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।

আজ দুপুরের পর আদালতে তোলা হবে তাকে। জিজ্ঞাসাবাদের জন্য টিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এখন পর্যন্ত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজসহ ৬ আসামিকে আটক করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বিকেলে, পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এসময়, পাশের দোকানে দুই নারী শিক্ষার্থীকে নিয়ে হাসিঠাট্টার অভিযোগে ঘটে বিপত্তি। প্রথমে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা। পারভেজ ক্ষমা প্রার্থনার পরও পরে তাকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। এতে মৃত্যু হয় পারভেজের।

ঘটনার পরদিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

/এটিএম

Exit mobile version