Site icon Jamuna Television

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মেহেরপুর করেসপনডেন্ট:

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার শিমুলতলা গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হুজাইফা শিমুলতলা গ্রামের তুহিন আলীর ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে দুপুরের দিকে বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/আরএইচ

Exit mobile version