গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবরোধ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (৯ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে তিনি কর্মসূচি ঘোষণা করেন। জানিয়ে দেন, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। এখান থেকে তাদের দ্বিতীয় অভ্যূত্থান পর্ব শুরু হবে।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করবো।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ অধ্যায় বন্ধ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন এনসিপির এ নেতা। তিনি বলেছেন, এই অধ্যায় আর খোলার চেষ্টা করবেন না। বিদেশি প্রেসক্রিপসনে দেশ চলবে না। আওয়ামী লীগ ভাইরাসের সাথে আর থাকতে চাই না।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’ এই টাইটেল না পাওয়া পর্যন্ত দেশের অগ্রযাত্রা শুরু হবে না৷
হাসনাত আবদুল্লাহর অবরোধ কর্মসূচির ঘোষণার পর সমাবেশস্থল থেকে সবাই মিছিল নিয়ে শাহাবাগের অভিমুখে যাত্রা শুরু করে।
এই সমাবেশে দেয়া বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের জমায়েতের সময়কাল একদিনও হতে পারে, আবার একমাসও হতে পারে।
/এমএন
Leave a reply