Site icon Jamuna Television

৭২ ঘণ্টার মধ্যে তীব্র তাপপ্রবাহের আভাস

ফাইল ছবি।

দেশের উপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ শুক্রবার (৯ মে) দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার দুপুরে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে শুক্রবার সকালে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া, রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবন, বরিশাল পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

/আরএইচ

Exit mobile version