Site icon Jamuna Television

খুলনার পুলিশ কমিশনার হুমায়নকে বদলি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবিরকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হুমায়নকে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি হিসেবে স্থানান্তর করা হয়েছে।

প্রজ্ঞাপনে তার স্থানান্তরের আদেশটি ১৭ ডিসেম্বর থেকে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। তবে তার জায়গায় আপাতত কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়নি। গত ৬ ডিসেম্বর তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কিছু পুলিশ কর্মকর্তার কমর্কাণ্ডকে বিতর্কিত উল্লেখ করে বদলির দাবি করা হয়েছিল। সেই তালিকায় হুমায়ূন কবিরের নামও ছিল।

Exit mobile version