Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে।

শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে, সেই প্রসেসিং সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।

এর আগে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ।

পরে তাকে শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

/এটিএম

Exit mobile version