Site icon Jamuna Television

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ছাত্র-জনতার সড়ক অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার পর জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের ব্যনারে প্রথমে বিএনএস সেন্টারের সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

পরে মিছিল নিয়ে হাউজ বিল্ডিং ঘুরে আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে বসে পড়ে। অবরোধের ফলে এখন দুপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা বলেন, দায়িত্ব নেয়ার বহুদিন পেরিয়ে গেলেও গণহত্যার অভিযোগে অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যপারে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এটাকে জুলাই চেতনার সাথে প্রতারণা বলে অভিহিত করেন তারা।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সুস্পষ্ট নির্দেশনা না আসা অবধি সড়কে থাকবেন বলেও জানান তারা।

/এএস

Exit mobile version