Site icon Jamuna Television

সিলেট সীমান্তের ওপারে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত

ফাইল ছবি।

সিলেট সীমান্তের ওপারে মেঘালয়ের জৈন্তিয়া হিলস এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারতীয় জেলা প্রশাসন। শুক্রবার (৯ মে) পূর্ব জৈন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার জারিকৃত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য, চোরাকারবারী এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের সম্ভাবনা রয়েছে। যেহেতু পূর্ব জৈন্তিয়া জেলার সীমান্তবর্তী পাহাড়ী অঞ্চলে সম্পূর্ণরূপে বেড়া দেয়া নেই, তাই অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের ঝুঁকি বেশি। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলি আন্তর্জাতিক এই সীমান্তে জড়ো হয়ে কার্যকলাপ চালাতে পারে।

এতে আরও বলা হয়, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটার পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এই সময়ে সীমানা অতিক্রম, পাঁচ জন বা এর বেশী মানুষ একসাথে চলাচল ও অননুমোদিত সমাবেশ নিষিদ্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

/আরএইচ

Exit mobile version