Site icon Jamuna Television

মিরপুরে দুই বোনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে বয়স্ক দুই মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুইজন সম্পর্কে আপন বোন ছিলেন।

শুক্রবার (৯ মে) রাতে রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া তোরাব আলী মসজিদের পাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম ছিলেন বিআইডব্লিউটিএর প্রাক্তন কর্মী, স্বামীও সরকারি চাকরি করতেন, থাকেন বরিশাল, এক মেয়ে মিষ্টি থাকেন কর্মব্যস্ত তাই ছোট বোন সুফিয়াকে নিয়েই শেষ সময় অতিবাহিত করতেন।

স্বজনরা জানান, শত্রুতা সৃষ্টি হয় এমন লোক ছিলেন না তারা। তবুও এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার কীভাবে তা একটি রহস্য। জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

অন্যদিকে পুলিশের ধারণা এটি চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনা নয়। পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে যা তদন্তে বেরিয়ে আসবে।

/এসআইএন

Exit mobile version