Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে আবারও লাইনচ্যুত, ঢাকা-চট্রগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় পৈরতলায় আট ঘণ্টা পর লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারের আধ ঘণ্টা পর একইস্থানে আবারও লাইনচ্যুত হয়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি।

শনিবার (১০ মে) সকালে পৈরতলা রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের বগি উল্টে চট্রগ্রামগামী লাইনে গিয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল।

পরে সকালে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে। কিন্তু কিছুক্ষণ পর একইস্থানে লাইনচ্যুত হয় কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি। এতে আবারও বন্ধ হয়ে যায় ডাউন লাইনে রেল চলাচল।

/এসআইএন

Exit mobile version