বিজেপির অফিসিয়াল ওয়েবসাইটসহ ভারতের একাধিক সরকারি প্রতিষ্ঠানে পাকিস্তানের সাইবার হামলা

|

এবার পাকিস্তানের সাইবার হামলার শিকার হয়েছে ভারত। হ্যাক করা হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিসিয়াল ওয়েবসাইট। শনিবার (১০ মে) এমন দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ।

গণমাধ্যমটি বলছে, শুধু বিজেপি নয়, সাইবার হামলার শিকার হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি, মহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডসহ একাধিক সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।

পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী এবং মহারাষ্ট্র নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল সংস্থা থেকেও তথ্য ফাঁস হয়েছে। এছাড়াও দাবি, হ্যাক করা হয়েছে পঁচিশ শ’রও বেশি নজরদারি ক্যামেরা।

সমন্বিত এ সাইবার হামলার ফলে ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিডের ৭০ শতাংশ অচল হওয়ার দাবি করেছে পাকিস্তান। তবে, এ দাবি অস্বীকার করেছে দিল্লি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply