Site icon Jamuna Television

নারীদের বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়াল ফিফা

৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপ আয়োজনের অনুমোদন দিয়েছে ফিফা। তবে এ নিয়ম প্রযোজ্য হবে ২০৩১ আসর থেকে। ২০২৭ সালের ব্রাজিল আসরে খেলবে ৩২ দল।

শুক্রবার (৯ মে) ফিফা জানিয়েছে, ২০৩১ আসর থেকে ৩২ দলের জায়গায় অংশ নেবে ৪৮ দল।

৪৮ দলের নারী বিশ্বকাপের পরিকল্পনাটা অবশ্য আগেই করা হয়েছিল। শুক্রবার ফিফার ভার্চুয়াল সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

৪৮ দলের বিশ্বকাপ হলে টুর্নামেন্ট সময়সীমা বাড়বে ১ সপ্তাহ। ১২ গ্রুপে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। ঠিক যে নিয়মে হবে পুরুষদের ২০২৬ বিশ্বকাপ।

২০১৯ সালে ফ্রান্সে হয়েছিল ২৪ দলের নারী বিশ্বকাপ। ২০২৩ বিশ্বকাপ থেকে অংশ নিচ্ছে ৩২ দল।

/এমএইচ

Exit mobile version