Site icon Jamuna Television

কানাডায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং তার নতুন মন্ত্রিসভা শপথ নেবে আগাম আগামী মঙ্গলবার (১০ মে)। গভর্নর জেনারেল মেরি সাইমনের অফিস থেকে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণের পর কার্নি তার প্রথম মন্ত্রিসভা গঠন করেন যা ছিল পূর্ববর্তী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ৩৯ সদস্যের মন্ত্রিসভার তুলনায় অনেক ছোট।

নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে কার্নি তার প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করার পরিকল্পনা করছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি অটোয়ার রিডো হলে অনুষ্ঠিত হবে, যেখানে গভর্নর জেনারেল মেরি সাইমন নতুন মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।

অন্যদিকে ২৮ এপ্রিল কানাডার ফেডারেল নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মার্ক কার্নির বৈঠক হয়েছে। যেখানে মার্ক কার্নি ও ডোনাল্ড ট্রাম্প তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন।

ট্রাম্প আবারও কানাডাকে অঙ্গরাজ্য করার প্রস্তাব দিলে, কার্নি সরাসরি বলেন, ‌‘কানাডা বিক্রির জন্য নয়’। তিনি বলেন, কানাডার মালিক কানাডার প্রতিটি নাগরিক, আর এটা বিক্রির জন্য নয়। 

/এআই

Exit mobile version