Site icon Jamuna Television

‘জাতীয় সনদ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রের সুনির্দিষ্ট পথ তৈরি হবে না’

জাতীয় সনদ তৈরি করা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রের সুনির্দিষ্ট পথ তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ। শনিবার (১০ মে) সকালে জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সাথে বসে কমিশন।

বৈঠকের সূচনা বক্তব্যে ড. আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ধর্ম, বর্ণ ও আদর্শের সমতা তৈরি করতে হবে। এছাড়া জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দল ও সাধারন মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে বলেও জানান তিনি।

এসময় ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা বলেন, ইউপিডিএফ সবসময় ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। তবে পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিতে সরকারের কার্যক্রমে হতাশা প্রকাশ করেন মাইকেল চাকমা।

/এমএইচ

Exit mobile version