Site icon Jamuna Television

খেলাধুলা মানুষকে একত্রিত করে, আজ সেটিই আক্রমণের সম্মুখীন: আফ্রিদি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে পালটাপালটি হামলা। এমন পরিস্থিতিতে খেলাধুলাসহ ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন আফ্রিদি। 

এক এক্স পোস্টে ৯ মে আফ্রিদি লিখেছেন, ‘খেলাধুলা বর্ডার, ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্রিত করে। আজ সেই খেলাই আক্রমণের সম্মুখীন। পিএসএল দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে এবং ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে আঘাত করছে। ক্রিকেট একসময় আমাদের একত্রিত করেছে। এখন আমাদের ক্রসফায়ারে বিদ্ধ করছে।’

ভারতীয় গণমাধ্যমেরও তীব্র সমালোচনা করেছেন এই সাবেক ক্রিকেটার, ‘ভারতীয় গণমাধ্যম সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বদলে প্যারোডিতে রূপ নিয়েছে। তাদের নিউজরুম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে।’

এই ক্রিকেটার আরও বলেন, ‘আবারও স্ট্যাম্প উত্থিত হোক। শুধু খেলার জন্য নয়, বরং শান্তির জন্যও।’

/এআই

Exit mobile version