Site icon Jamuna Television

ফের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা চালুর ব্যাপারে ভাবছে সরকার: শিক্ষা উপদেষ্টা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে ভাবছে সরকার। সেক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ এর উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকতা মহান পেশা। এ পেশায় নিয়োজিত শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানান, সব ঠিকঠাক থাকলে এ বছরেই চালু করা হতে পারে প্রাথমিকের বৃত্তি।

শিক্ষা ব্যবস্থায় সর্বক্ষেত্রে মুনাফার চিত্র ফুটে উঠছে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, মামলা থাকায় সারাদেশে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দিতে পারছে না সরকার।

/এসআইএন

Exit mobile version